fbpx
দৈনন্দিনপ্রশ্নোত্তর

প্রশ্নঃ হিন্দুদের বানানো মিষ্টি মুসলমানদের খেতে কোন বাধা আছে কি?

উত্তরঃ যথাসম্ভব মুসলিম কারিগরদের নিকট থেকে মিষ্টি ক্রয় করাই উত্তম। তবে প্রয়োজনে অমুসলিমদের বানানো মিষ্টি খেতে কোন বাধা নেই। রাসূল (ছাঃ) অমুসলিমদের রান্না করা খাবার খেয়েছেন (আবুদাঊদ, মিশকাত হা/৫৯৩১)। শরী‘আতে কেবল অমুসলিমদের যবহকৃত পশুর গোশত খেতে নিষেধ করা হয়েছে। কেননা তারা আল্লাহ ব্যতীত অন্যের নামে যবহ করে থাকে (বাক্বারাহ ২/১৭৩)।

দারুল ইফতা
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

হাবিব বিন তোফাজ্জল

❝আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনাে সত্য ইলাহ নেই , এবং মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম তার বান্দা ও রাসূল।❞ আমি একজন তালিবুল ইলম ও ফ্রিল্যান্সার। আমি নিজেকে ভুলের উর্ধে মনে করি না এবং আমিই হ্বক বাকি সবাই বাতিল তেমনটাও মনে করিনা। অতএব, ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ― আমাদের পূর্বের সালাফেরা যেসকল বিষয়ে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি করেছেন সেসকল বিষয়ে আমি তাদের অনুসরণকারী।

এই বিষয়ের সাথে সম্পর্কিত অন্যান্য লিখা

Back to top button